ডিবি কার্যালয়ে গেছেন চিত্রনায়িকা পরীমণি।
আজ (মঙ্গলবার) বিকেল ৩টা ৫৫ মিনিটে ডিবি কার্যালয়ে যান তিনি।
পরীমণির সঙ্গে আছেন চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী ও মামলার সাক্ষী পরীমণির কসটিউম ডিজাইনার জিমি। ডিবি সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
এর আগে দুপুরে ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানিয়েছিলেন, পরীমণিকে ডিবি পুলিশের কার্যালয়ে ডাকা হয়েছে। তখন তিনি বলেছিলেন, মামলার সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে পরীমণিকে বিকেলে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে।
পরীমণি অভিযোগ করেছেন গত ৯ জুন (বুধবার) রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়। রোববার (১৩ জুন) রাতে প্রথমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন এই অভিনেত্রী। পরে তার নিজ বাসায় সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
এ ঘটনায় মামলাও দায়ের করেছেন তিনি। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে। নাসির ও পরীমণির বন্ধু অমিসহ ৫ জনকে ইতোমধ্যে মাদক মামলায় গ্রেফতারও করা হয়েছে। এ মামলায় আজ নাসির উদ্দিনসহ দুই জনের সাত দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত।