Home আন্তর্জাতিক ভারতে কমেছে করোনার সংক্রমণ

ভারতে কমেছে করোনার সংক্রমণ

SHARE

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারত যেন প্রাণ ফিরে পেতে চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। এছাড়া দৈনিক মৃত্যুও নেমে এসেছে দেড় হাজারের কাছাকাছি। অন্যদিকে টানা ৭৩ দিন পরে ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে ৮ লাখের নিচে।

আজ (শুক্রবার) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ৫ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৮৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় সাড়ে সাতশো। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ৪৯০ জন।

দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে ওঠাতে ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১০ লাখের নিচে।

আর টানা ৭৩ দিন পর শুক্রবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ৮ লাখের নিচে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৬৫৬ জন।