হঠাৎ করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। এতে দেশের বিভিন্ন জেলার সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে রাজধানীর যোগাযোগ। ২২ জুন সকাল থেকে ৩০ জুন পর্যন্ত এ লকাডাউন কার্যকর থাকবে। ফলে এ সময়ের জন্য বিচ্ছিন্ন থাকবে ঢাকাও।
যেসব জেলায় লকডাউন চলছে, সেগুলো হল- মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।
এ লকডাউনের ফলে মঙ্গলবার সকালে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁদপুরসহ কোনো গন্তব্যে লঞ্চ ছেড়ে যায়নি।
সদরঘাট টার্মিনাল ঘুরে দেখা গেছে, টার্মিনালে লঞ্চ নোঙর করে আছে। টিকিট কাউন্টারগুলো বন্ধ, প্রবেশ গেটও তালাবদ্ধ। এ ছাড়া ঘাট শ্রমিকদের টার্মিনাল এলাকায় দেখা যায়নি।
এদিকে হাতে গোনা কিছু যাত্রীকে টার্মিনালে এসে লঞ্চ না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। ঘাটে এসে ফিরে যাওয়া যাত্রীদের মধ্যে বেশিরভাগ যাত্রী চাঁদপুরগামী।
চাঁদপুর যাওয়ার উদ্দেশে পরিবার নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসেন মাসুদ মণ্ডল।
তিনি বলেন, ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চও যে বন্ধ জানতাম না। মনে করেছিলাম শুধু নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে লঞ্চ চলাচল বন্ধ।
সদরঘাট টার্মিনাল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়বে না।