Home শীর্ষ সংবাদ ‘নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে আগামী মাসেই চুক্তি’

‘নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে আগামী মাসেই চুক্তি’

SHARE

নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে আগামী মাসেই চুক্তি করতে যাচ্ছে সরকার। ত্রিপক্ষীয় এই চুক্তির আওতায় ভারতের সঙ্গেও চুক্তি করা হবে।

আজ শনিবার (২৬ জুন) সকালে পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন উৎপাদনমুখী প্রশিক্ষণ কর্মসুচির সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এসময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি শক্তিতে সরকারে গুরুত্বের অংশ হিসেবে ভুটান থেকেও বিদ্যৎ আমদানিতে বিনিয়োগ করবে সরকার। ক্রমান্বয়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্ভরতা কমিয়ে সৌর শক্তি, বায়ুবিদ্যুৎ ও জলবিদ্যুতে সবচেয়ে গুরুত্ব রয়েছে আগামীর পরিকল্পনায়।’

এদিকে, গ্রামাঞ্চলের পরিবেশ সুরক্ষা ও কর্মসংস্থান বাড়াতে বিদ্যুতচালিত গাড়ি জনপ্রিয় করার প্রকল্পে অংশীদার হওয়ার আগ্রহের কথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। এসময় এডিবিকে বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নের পাশে থাকারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।