Home বিনোদন এবার বিয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার সঙ্গী হচ্ছেন রণবীর সিং

এবার বিয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার সঙ্গী হচ্ছেন রণবীর সিং

SHARE

জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর মাধ্যমে সারা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছেন বিয়ার গ্রিলস। অ্যাডভেঞ্চারে গিয়ে সাপ, ব্যাঙ, কেঁচোসহ বিভিন্ন প্রাণী খেয়ে বিপৎসংকুল পরিবেশে টিকে থাকার লড়াই শেখান তিনি।

ইতিমধ্যে বিয়ারের সঙ্গী হয়েছেন বেশকিছু নামিদামি ব্যক্তিবর্গ। সেই তালিকায় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি, রেসলার বাতিস্তাসহ অনেক নামিদামি তারকা।

এবার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে যুক্ত হচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং।

দু’জনকে দেখা যাবে বিশাল বাজেটের একটি অ্যাডভেঞ্চার শো’তে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্টে মুক্তি পাবে সেই শো।

এরইমধ্যে নেটফ্লিক্সের সঙ্গে দু’জনের প্রাথমিক কথাবার্তাও হয়ে গেছে। শোটি বানানো হচ্ছে সারা বিশ্বের সব দর্শকের কথা বিবেচনা করেই। তবে এর মূল পরিকল্পনায় থাকবেন বিয়ার গ্রিলস নিজেই। বর্তমানে সাইবেরিয়ায় শোটির শুটিংয়ের প্রস্তুতি চলছে।

বেঁচে থাকার জন্য জ্যান্ত সাপ-কেঁচো থেকে শুরু করে অনেক ধরনের প্রাণীই মুখে তুলে নেন বিয়ার গ্রিলস। এবার দেখার বিষয় বলিউড তারকা রণবীরের কপালে কী আছে?