Home জাতীয় রাতেই মাঠে নামছে বিজিবি

রাতেই মাঠে নামছে বিজিবি

SHARE

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) মাঠে থাকবে।

বিজিবির সদর দফতর সূত্র জানিয়েছে, বুধবার (৩০ জুন) দিবাগত মধ্যরাত থেকেই বিজিবি মাঠে নামবে। ভোর থেকে তারা দায়িত্ব পালন শুরু করবে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে তারা সারাদেশে মোতায়েন থাকবে। মন্ত্রীপরিষদ বিভাগের এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।