Home খেলা হালেপকেও দেখা যাবে না টোকিও অলিম্পিকে

হালেপকেও দেখা যাবে না টোকিও অলিম্পিকে

SHARE

চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি সিমোনা হালেপ। যে কারণে এবারের উইম্বলডনে খেলছেন তিনি। এরইমধ্যে রোমানিয়ান এই টেনিস তারকা জানিয়ে দিলেন টোকিও অলিম্পিকেও খেলবেন না। এরআগে এ আসর থেকে সরে দাঁড়ান সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হালেপ জানান, ‘রোমানিয়াকে প্রতিনিধিত্ব করে যে গর্ববোধ করি, তা আর কিছুতে পাই না আমি। কিন্তু দুঃখজনকভাবে পেশির চোট থেকে সেরে উঠতে আরও সময় প্রয়োজন। তাই এই গ্রীষ্মের অলিম্পিক গেমস থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।’

এর আগে গত মে মাসে ইতালিয়ান ওপেন খেলার সময় বাঁ পায়ের পেশিতে চোট পান ২৯ বছর বয়সী হালেপ। এই কারণে চলতি মাসে শেষ হওয়া ফরাসি ওপেনেও খেলতে পারেননি তিনি। সুস্থ না হওয়ায় চলতি উইম্বলডন থেকে সরে দাঁড়ান রোমানিয়ান এ টেনিস তারকা।

আগামী ২৩ জুলাই শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক।