Home জাতীয় করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

85
0
SHARE

দেশের সকল বিভাগীয় ও জেলা শহরসহ সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে বৃহস্পতিবার সেনাবাহিনী মোতায়েন করা হয়।

গত ৩০ জুন ২০২১ তারিখে জারীকৃত সরকারী প্রজ্ঞাপন মোতাবেক “In Aid to Civil Power” এর আওতায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আইএসপিআর জানিয়েছে, অপারেশন ‘কোভিড শিল্ড-ফেজ ২’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী গত বছরের ন্যায় এ বছরও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সতর্কতামূলক টহল পরিচালনা করছে।

সাম্প্রতিক সময়ে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে বাংলাদেশ সরকার আজ থেকে আগামী ০৭ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত দেশব্যাপী সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের সকল বিভাগীয় ও জেলা শহরগুলোতে পুলিশ এবং বিজিবি এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মোতায়েনরত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী টহল পরিচালনা এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে চলাচল নিয়ন্ত্রণের পা