Home আন্তর্জাতিক ভারত মহাসাগরে ইসরায়েলি কার্গো জাহাজে হামলা

ভারত মহাসাগরে ইসরায়েলি কার্গো জাহাজে হামলা

SHARE

উত্তর ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলায় আগুন ধরে গেছে।

জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার হামলার শিকার হয়।

এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ইসরায়েল এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও তেলআবিবের দাবি, এটিতে ইসরায়েলি কোনো ক্রু নেই।

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এর পর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়।
খবর জেরুজালেম পোস্ট