Home আন্তর্জাতিক দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৭৪৬ জন করোনায় আক্রান্ত

দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৭৪৬ জন করোনায় আক্রান্ত

SHARE

দক্ষিণ কোরিয়ায় সোমবার নতুন করে ৭৪৬ জন করোনায় আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬১ হাজার ৫৪১ জনে।

এর একদিন আগে দেশটিতে ৭১১ জন করোনায় আক্রান্ত হয়েছিল। গত সাতদিন ধরে দেশটিতে সাতশর বেশি করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩১৩ জন সিউলের বাসিন্দা এবং ২২৪ জন জিয়ংগি প্রদেশের।

দেশটিতে নতুন করে আরো চারজনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩২ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছে এক লাখ ৫০ হাজার ৭৬০ জন। সুস্থতার হার ৯৩.৩৩ শতাংশ।

দক্ষিণ কোরিয়ায় ফেব্রুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ পর্যন্ত ৫৩ লাখ ৬৮ হাজার ২২৭ জনকে টিকার সম্পূর্ণ ডোজ দেয়া হয়েছে।