Home খেলা জোড়া সেঞ্চুরির পর বাংলাদেশের ইনিংস ঘোষণা

জোড়া সেঞ্চুরির পর বাংলাদেশের ইনিংস ঘোষণা

SHARE

সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের টর্গেট দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪৬৮ রান করে। জবাবে বিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে যায়।

১৮০ বলে সাদমান তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। মিল্টন শুম্বার বলে ফ্লিক করে দুই রান নিয়ে ক্যারিয়ারের টেস্ট সেঞ্চুরিতে পৌঁছান সাদমান। খানিক বাদে সাদমানের সঙ্গী নাজমুল হোসেন শান্তও সেঞ্চুরি তুলে নেন। তিনি তিন অঙ্কে পৌঁছেছেন ১০৯ বলে। এই দুজনের সেঞ্চুরির পরই ৪৭৬ রানের লিড নিয়ে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। শেষ পর্যন্ত ১১৮ বলে ১১৭ ও সাদমান ১৯৬ বলে ১১৫ রান নিয়ে অপরাজিত থেকে মাট ছেড়েছেন।

বাংলাদেশ (প্রথম ইনিংস): ৪৬৮/১০ (ওভার ১২৬) ( মুমিনুল ৭০, লিটন ৯৫, মাহমুদউল্লাহ ১৫০, তাসকিন ৭৫, মুজারাবানি ৪/৯৪)

জিম্বাবুয়ে (প্রথম ইনিংস): ২৭৬/১০ (১০৭ ওভার) (কাইতানো ৮৭, শুম্বা ৪১, টেলর ৮১, মেয়ার্স ২৭; মিরাজ ৫/৮২, সাকিব ৪/৮২, তাসকিন ১/৪৬)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ২৮৪/১ (৬৭.৪ ওভার) (সাদমান ১১৫*, সাইফ ৪৩, শান্ত ১১৭*)