Home আন্তর্জাতিক বিধিনিষেধ উঠিয়ে নিলেও করোনা শেষ হয়নি : ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিধিনিষেধ উঠিয়ে নিলেও করোনা শেষ হয়নি : ব্রিটিশ প্রধানমন্ত্রী

SHARE

আসছে সপ্তাহে করোনার বেশিরভাগ বিধিনিষেধ উঠিয়ে নেয়ার ঘোষণা দিলেও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

রবিবার এক বিবৃতিতে তিনি জানান, করোনা এখনো শেষ হয়ে যায়নি। এদিকে বিধিনিষেধ উঠিয়ে নিলে আসছে সপ্তাহগুলোতে দেশটিতে আরও অন্তত ২০ লাখ মানুষ নতুন করে সংক্রমিত হতে পারেন বলে সতর্ক করেছেন মন্ত্রীসভার সদস্যরা।

ব্রিটেন পেটেন্ট দখল করে বিশ্বে করোনা টিকার নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ বিজ্ঞানীরা। তারা বলছেন, ব্রিটেনের এই পদক্ষেপে গরিব দেশগুলোতে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। যা টিকার চেয়ে নতুন ভ্যারিয়েন্ট তৈরিতে বেশি ভূমিকা রাখছে।

অক্সফোর্ড বিশ্বাবিদ্যালয়েরে তথ্য অনুযায়ী, নিম্ন আয়ের দেশগুলোতে মাত্র ১ শতাংশ মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন।