Home খেলা জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন রওশন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন রওশন এরশাদ

SHARE

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন।

বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের সঙ্গে এক ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

এ সময় রওশন এরশাদ জিএম কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে বলেও মতব্যাক্ত করেন। সেই সঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে তার সাফল্য কামনা করেছেন। জিএম কাদেরও বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অপরদিকে, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ফোন করে হুসেই মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দোয়ায় শরিক হতে অনুরোধ করেন। এর বাইরে তিনি আর কোনো কিছুর সাথে সম্পৃক্ত নন বলেও জানান।