Home জাতীয় মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা আসছে কাল

মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা আসছে কাল

SHARE

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মডার্নার আরও ৩০ লাখ ডোজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ জুলাই) দেশে এসে পৌঁছাবে এই টিকা। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবে বিভিন্ন দেশে টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। উভয় দেশের বৈজ্ঞানিক, আইনি এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে টিকা পাঠানো সম্ভব হয়েছে বলে জানান তিনি। চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাঠায় যুক্তরাষ্ট্র।

এর আগে, আজ রবিবার (১৮ জুলাই) ঢাকায় এসেছে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা। রাতে আলাদা দুটি ফ্লাইটে চীন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এসব টিকা। গেলো ২৭ মে একনেক সভায় চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদিত হয়। পরে ১৪ই জুলাই চীন থেকে টিকা কেনার বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়। গেল মাসের ৩রা ও ৪ঠা জুলাই দুই ধাপে ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসে।

এদিকে, নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন।