Home জাতীয় গত ২৪ ঘন্টায় আরও ৭৫ ডেঙ্গু রোগী শনাক্ত

গত ২৪ ঘন্টায় আরও ৭৫ ডেঙ্গু রোগী শনাক্ত

SHARE

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের নিত্যনতুন রেকর্ডের মধ্যে রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৫ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৪ জনই রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪০৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৯৮ জন এবং অন্যান্য বিভাগে মোট ৫ জন রোগী ভর্তি রয়েছেন। সবমিলিয়ে এ বছর মোট এক হাজার ২৮২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২টি মৃত্যুর তথ্য পাঠানো হলেও প্রতিষ্ঠানটি একজনকেও ডেঙ্গুজনিত মৃত্যু বলে নিশ্চিত করতে পারেনি।

পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন এবং ১৯ জুলাই পর্যন্ত এক হাজার ২৮১ জন রোগী ভর্তি হন।