Home জেলা সংবাদ কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

SHARE

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি প্যারাসেলিং পয়েন্টে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্র নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন- কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফ চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সিটি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক কফিলউদ্দিন রিফাত।

জানা গেছে, ঈদের ছুটিতে একাধিক মোটরসাইকেল নিয়ে কয়েকজন বন্ধু মেরিন ড্রাইভ সড়কে বেড়াতে যান। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ধরনের মর্মান্তিক ঘটনা কারও জীবনে যেন না আসে।