Home বিনোদন টাকা নয়, দর্শকের মন চুরি করেছি: সালমান

টাকা নয়, দর্শকের মন চুরি করেছি: সালমান

SHARE

তার ছবির জন্য ট্রোলরা একহাত নেন সালমান খানকে। ভাই আরবাজ় খানের টক শোয়ে এসে ট্রোলদের জবাব দিলেন ভাইজান। এক নেটিজ়েন তার বিরুদ্ধে ‘নকল’ হওয়ার অভিযোগ তুলেছেন।

সালমানের সহাস্য জবাব, ‘‘যে বলেছে, হতে পারে তার স্ত্রী আমার সম্পর্কে কিছু ভাল বলেছে। তার মেয়ে আমার ছবি দেখতে চেয়েছে। আমি হয়তো সেই ব্যক্তিকে কখনও আমল দিইনি। ঈর্ষা থেকেই এমন কথা বলছে সে।’’

মাসকয়েক আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রাধে’ ছবি নিয়েও বিস্তর সমালোচনা করেছিলেন নেটিজ়েনরা। খারাপ ছবি করার জন্য দর্শকের একাংশ সলমনের কাছে টাকা ফেরতও দাবি করেছিলেন। সেই প্রসঙ্গে সলমনের উত্তর, ‘‘টাকা নয়, দর্শকের মন চুরি করেছি।’’

তার অভিনয় নিয়ে আঙুল তুলেছিলেন অনেকে। ‘দিখাওয়া ওয়ালা অ্যাক্টিং’-এর জবাবে সালমান বলেছেন, ‘‘ওই রকম অভিনয়ের জন্যও বড় হৃদয় আর সাহস থাকা চাই। যদি দম থাকে, তবে আপনিও করে দেখান।’’

ভাইজান কবে বিয়ে করবেন, তা নিয়েও কৌতূহলের অন্ত নেই। তবে আরবাজ় ফাঁস করেছেন, পরিবারের মধ্যে সম্পর্ক নিয়ে সবচেয়ে খারাপ পরামর্শ দেন সালমান। নেটিজ়েনরা যা-ই বলুন, অনুরাগীদের জন্য সালমান থেমে নেই। ‘টাইগার থ্রি’-র জন্য কঠিন পরিশ্রম করছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন সেই ভিডিও।