Home বিনোদন আমির-কিরণের সংবাদ সম্মেলন

আমির-কিরণের সংবাদ সম্মেলন

SHARE

১৫ বছরের দাম্পত্যের পরে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এ মাসের শুরুর দিকে। তবে তাদের পেশাদার সম্পর্কে তার কোনো আঁচ পড়েনি। কলকাতা থেকে লাদাখ! ‘লাল সিং চড্ডা’ ছবির জন্য প্রায় গোটা দেশ ঘুরে শুট করেছেন আমির খান। সঙ্গে আছেন ছবির সহ-প্রযোজক কিরণ রাও।

কালজয়ী ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক এটি। সেটের বিভিন্ন ছবি প্রকাশ্যে এনে লাদাখে এক সঙ্গে সংবাদ সম্মেলন করলেন

সাংবাদিকদের তারা জানান, ছবিতে লাদাখের পর্যটনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। জানিয়েছেন, তাদের ভালো লাগার কথা।

শুটিংয়ের কারণে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছিল ছবির টিমের বিরুদ্ধে। পরে তা অস্বীকার করে আমির বিবৃতি দেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের ভাবমূর্তি সামলাতে ওই সংবাদ সম্মেলন করা হয়।

অভিনয়ের পেশায় আমিরের দীর্ঘ দিনের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। ‘লাল সিং চড্ডা’র শুটিং এবং মুক্তি করোনার কারণে পিছিয়ে গিয়েছিল। পরিস্থিতি ঠিক থাকলে, এ বছর ছবির রিলিজ হতে পারে।