Home আইন আদালত বিধিনিষেধ: রাজধানীতে ৫৬৮ জন গ্রেফতার

বিধিনিষেধ: রাজধানীতে ৫৬৮ জন গ্রেফতার

SHARE

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লকডাউনের সপ্তম দিনে সকাল থেকে ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া ২০৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে তিন লাখ ৪০ হাজার ১০০ টাকা। ট্রাফিক বিভাগ ৪৩১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।