Home জাতীয় বিশিষ্ট সমাজসেবক নূরজাহান মাযহারুল আর নেই

বিশিষ্ট সমাজসেবক নূরজাহান মাযহারুল আর নেই

SHARE

বিশিষ্ট সমাজসেবক নূরজাহান মাযহারুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (৩১ জুলাই) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

নূরজাহান মাযহারুল রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক উপচার্য ও বাংলা একাডেমি প্রথম মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাযহারুল ইসলামের স্ত্রী। তিনি সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সদস্য মেরিনা জাহানের মা এবং ফরিদপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের শ্বাশুড়ি। মৃত্যুকালে তিনি ছেলে চয়ন ইসলাম, শোভন ইসলাম, মেয়ে মেরিনা জাহান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার (৩১ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ শাহজাদপুর জানাজা শেষে পারিবারিক করব স্থানে স্বামীর কবরের পাশে সমাহিত করা হবে নূরজাহান মাযহারুলকে