Home বিনোদন বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর: তারিন জাহান

বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর: তারিন জাহান

SHARE

নন্দিত অভিনেত্রী তারিন জাহান। বর্তমানে অভিনয়ে অনিয়মিত তিনি। তবে মাঝে মাঝে গল্পনির্ভর কিছু কাজে তাকে পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি দর্শকপ্রিয় এই অভিনেত্রী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নির্মিত বিশেষ মিউজিক্যাল ডকুফিল্মে অভিনয় করেছেন।

‘রক্তমাখা সিঁড়ি’ শীর্ষক গানটিতে কণ্ঠ দিয়েছেন নিশিতা বড়ুয়া। সুজন হাজংয়ের লেখায় এর সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতী। জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে।

জানা গেছে, মঙ্গলবার (১০ আগস্ট) ধানমন্ডি বত্রিশ, স্বাধীনতা যাদুঘর, জগন্নাথ হল, শিখা চিরন্তনসহ রাজধানীর বিভিন্ন লোকশনে এর দৃশ্য ধারণ হয়েছে।

এ প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রয়াস পেয়েছি এই মিউজিক্যাল ডকুফিল্মে অংশ নিতে পেরে। আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজটি করেছি। আমি এখানে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, দর্শক কাজটি পছন্দ করবে।’