Home আন্তর্জাতিক বিশ্বে করোনা সংক্রমণ-মৃত্যু কমেছে

বিশ্বে করোনা সংক্রমণ-মৃত্যু কমেছে

SHARE

বিশ্বে করোনা সংক্রমণ এবং মৃত্যু দুই-ই কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৭৪৫ জন এবং মারা গেছে ৮ হাজার ৭৯২ জন। একদিন আগেই করোনা সংক্রমণে ১০ হাজার ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সাত লাখ ২৯ হাজার ৫৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ২৪৭। এর মধ্যে মারা গেছে ৪৩ লাখ ৬৭ হাজার ৬৬ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৬০ লাখ ১৫ হাজার ৮৪৮ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮৩৫। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৭ হাজার ৪৩৯ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১ লাখ ৪৪ হাজার ৬০৯ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২১ লাখ ৯১ হাজার ৯৫৪ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩১ হাজার ২৫৩ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৪৬০ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩ লাখ ৫০ হাজার ১৪২। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। তবে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন।

সংক্রমণ ও মৃত্যুতে চতুর্থ রাশিয়া এবং পঞ্চম ফ্রান্স। তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ১৪ লাখ ১২ হাজার ২১৮। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৯৮৮ জন। আর করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।