তামিল চলচ্চিত্র পরিচালক এটলি নতুন সিনেমা বানাতে যাচ্ছেন। তার ছবির নায়ক শাহরুখ খান। ছবিটি নিয়ে আলোচনার শেষ নেই। ছবিটিতে শাহরুখের বিপরীতে থাকছেন নয়নতারা।
এবার আরও এক নতুন খবর এলো। সিনেমাটিতে আরও যোগ দিচ্ছেন ‘দঙ্গল’ সিনেমার অভিনেত্রী সানিয়া মালহোত্রা। তিনি ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।
সানিয়া ছাড়াও এ সিনেমায় যোগ দিতে যাচ্ছেন আরও ভারতের বেশ কিছু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, অ্যাটলির সিনেমাটিতে নতুন করে যুক্ত হলেন সানিয়া মালহোত্রা। সিনেমাটিতে নয়নতারা অভিনয় করবেন শাহরুখ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে। সানিয়াও থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
ইতিমধ্যে সিনেমাটির স্ক্রিপ্ট নিয়ে অভিনেত্রীর সঙ্গেও কথাও বলেছেন পরিচালক।
এটলির নির্দেশনায় ইতোমধ্যেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। সিনেমাটির প্রধান ফটোশুট অক্টোবরের শেষের দিকে শুরু হবে। তবে ছবির শুটিংয়ের জন্য এখন অব্দি কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি।