Home রাজনীতি তারেক জিয়ার হাত ধরেই শুরু হত্যাকাণ্ডের রাজনীতি

তারেক জিয়ার হাত ধরেই শুরু হত্যাকাণ্ডের রাজনীতি

SHARE

হত্যাকাণ্ডের রাজনীতি জিয়ার হাত ধরেই শুরু হয়েছিল মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়াও ক্ষমতায় থাকাকালে সে রাজনীতির ধরে রেখেছিলেন।

দুর্বৃত্তায়নের সাথে সম্পৃক্ত বিএনপি জামায়তের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান তিনি। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব বলেন তিনি।

শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে শেষ করতেই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশেই ২১ আগস্টের গ্রেনেড হামলা চালনো হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন ৭৫ এর ১৫ আগস্টের এ হত্যাকাণ্ডেও জিয়া পরিবারই সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন।