Home জাতীয় জাপান থেকে রওনা হয়েছে কোভ্যাক্সের টিকার শেষ চালান

জাপান থেকে রওনা হয়েছে কোভ্যাক্সের টিকার শেষ চালান

SHARE

কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেয়া অক্সফোর্ডের টিকার আপাতত শেষ অংশ ৬ লক্ষ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা আজ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় পৌঁছেছে জাপানের পাঠানো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার চতুর্থ চালান। এবারের চালানে সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে।

গত ২১ আগস্ট জাপান থেকে আরও ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে। এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ এবং চলতি মাসের ২ তারিখ আসে উপহা‌রের আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা।