Home বিনোদন মাহিয়া মাহির ফেসবুক পেজ হ্যাক

মাহিয়া মাহির ফেসবুক পেজ হ্যাক

SHARE

নিজের পচ্ছন্দের তারকাকে নিয়ে ভক্তদের যেমন আলাদা একটা ভাবনা রয়েছে, অনুভূতি রয়েছে। তেমনি ভক্তদের প্রতিও তারকাদের রয়েছে আলাদা একটা আবেগ, অনুভূতি। আর তাই সময়ে সময়ে নিজের কিছু বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন তারা। এই যেমন আজকে নিজের ফেসবুক পেজ হ্যাকের খবর জানিয়েছেন ঢালিউড নায়িকা মাহিয়া মাহি।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘গত রাত থেকেই আমার ভেরিফায়েড পেজটিতে আর ঢুকতে পারছি না। পেজ থেকে বাজে কোনো কিছু ছড়ালে কেউ যেন বিভ্রান্ত না হন।’

তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করছি পেজটা উদ্ধারের। তা যদি না করতে পারি তাহলে থানায় জিডি করব। বুঝতে পারছি না আসলে হঠাৎ কী হলো।’