Home খেলা ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে হালেপ

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে হালেপ

SHARE

গ্র্যান্ড স্ল্যামে ফেরাটা জয়ে রাঙালেন মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় সিমোনা হালেপ। ইতালির কামিলা জর্জিকে সরাসরি সেটে হারিয়ে উঠলেন ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে।

নিউইয়র্কে প্রতিযোগিতাটির উদ্বোধনী দিন সোমবার রোমানিয়ান তারকা হালেপ জেতেন ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে।

চোটের কারণে এই বছর তিনি ফরাসি ওপেন ও উইম্বলডনে খেলতে পারেননি। কানাডিয়ান ওপেনজয়ী জর্জির সামনে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে ধারণা ছিল অনেকের। তবে র‌্যাঙ্কিংয়ের ৩৬ নম্বর খেলোয়াড়ের বেশিরভাগ ভুলের সুযোগ কাজে লাগিয়ে পরের ধাপে পা রাখেন দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী হালেপ।