Home জাতীয় পদ্মা সেতুতে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি : ওবায়দুল কাদের

পদ্মা সেতুতে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি : ওবায়দুল কাদের

72
0
SHARE

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকে বিভিন্ন মিডিয়ায় পদ্মা সেতুর স্প্যানে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার যে খবর বেরিয়েছে, সরেজমিন পরিদর্শন করে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যেহেতু ভিডিওতে দেখানো হচ্ছে তাই, এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কি-না তা খতিয়ে দেখতে হবে।’

আজ মঙ্গলবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি সংশ্লিষ্টদের পুনরায় ঘটনা তদন্ত করার নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নিদর্শনা দেওয়া হয়েছে। কোনোমতেই হালকাভাবে নিলে চলবে না।’

সেতুমন্ত্রী বলেন, ‘২০০১ সালে তৎকালীন সরকার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন এ নিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। সেই লোকেরা এখন এখানে জড়িত, সে জন্য কোনো ষড়যন্ত্র আছে কি না অবশ্যই তদন্ত করা হবে।’

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় ফেরিতে কোনো যাত্রী বা যানবাহন ছিল না বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, ‘সেতু পার হয়ে যাওয়ার সময় ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানোর কথা। ভুলে এটি নামানো হয়নি। সেতুর স্প্যানের সঙ্গে লেগে ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গেছে। সেতুর স্প্যানের কিছুই হয়নি। ফেরিও ঘাটে চলে গেছে।’