Home আন্তর্জাতিক ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে

SHARE

মহামারি করোনার প্রকোপে বিপর্যস্ত ভারতে টানা পাঁচ দিন দৈনিক সংক্রমণের সংখ্যা ৪০ হাজারের বেশি থাকার পরে আজ কিছুটা কমেছে। এদিন দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩০ হাজার ৯৪১ জন।

আজ মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৮৮০ জন।

এদিকে দেশটিতে সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ৫৬০ জনের।

পরিসংখ্যান অনুসারে দেশটির কেরালা রাজ্যের অবস্থা সবচেয়ে বেশি সংকটে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬২২ জন। কেরালার পাশাপাশি মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশেও গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ।