Home জাতীয় সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আ.লীগের হাবিব নির্বাচিত

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আ.লীগের হাবিব নির্বাচিত

SHARE

সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হয়েছেন।

শনিবার ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৮টা থেকে একযোগে ১৪৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ মার্চ এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকে এ আসনটি ফাঁকা ছিল।