Home খেলা বেলের হ্যাটট্রিকে ওয়েলসের জয়

বেলের হ্যাটট্রিকে ওয়েলসের জয়

SHARE

ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা বেলারুশের বিপক্ষে হোঁচট খেতে বসেছিল ওয়েলস। দারুণ নৈপুণ্যে পথ দেখালেন গ্যারেথ বেল। শেষ মুহূর্তে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে এনে দিলেন কাঙ্ক্ষিত জয়। রাশিয়ার কাজানে রবিবার বিশ্বকাপ বাছাইয়ে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জিতেছে ওয়েলস।

ম্যাচের ৫ম মিনিটেই সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন বেল। ডি-বক্সে রিয়াল মাদ্রিদ তারকা নিজেই ফাউলের শিকার হয়েছিলেন। তবে প্রথমার্ধেই পর পর দুই মিনিটে ভিতালি লিসাকোভিস ও পাভেল সেদকোর গোলে এগিয়ে যায় বেলারুশ। লিসাকোভিস স্পট কিকে আর সেদকো প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান।

৬৯তম মিনিটে দ্বিতীয় সফল স্পট কিকে সমতা টানেন বেল। বেলারুশের ডি-বক্সে এবার হেড নিতে লাফিয়ে ওঠা ডেভিস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্কোরলাইনে সমতা ফিরলেও জয়সূচক গোলের দেখা মিলছিল না। অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিচু শটে ব্যবধান গড়ে দেন বেল।

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে ওয়েলস। এক ম্যাচ বেশি খেলা বেলারুশ ৩ পয়েন্ট নিয়ে আছে তার পরেই। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বেলজিয়াম। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে চেক রিপাবলিক।