Home খেলা নাপোলির মাঠে হারল জুভেন্টাস

নাপোলির মাঠে হারল জুভেন্টাস

SHARE

সেরি আয় ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই যেন বেরিয়ে আসতে পারছে না জুভেন্টাস। এবার নাপোলির বিপক্ষে হেরে গেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে শনিবার লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে নাপোলি।

প্রতিপক্ষের ভুলে ম্যাচের ১০ম মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। স্বাগতিক এক ডিফেন্ডার বলের নিয়ন্ত্রণ হারালে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা।

৫৭তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। লরেন্সো ইনসিনিয়ের শট জুভেন্টাস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। কাছ থেকে জাল খুঁজে নেন পলিতানা।

সফরকারীদের ওপর চাপ ধরে রাখা নাপোলি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে পায় জয়সূচক গোলটি। কর্নার থেকে প্রায় আত্মঘাতী গোল করতে বসেছিলেন একটু আগে মোরাতার বদলি নামা মোইজে কিন। তার হেড স্ট্যাসনি ফেরানোর পর কাছ থেকে বল জালে পাঠান কোলিবালি।

তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নেমে গেছে জুভেন্টাস।