Home বিনোদন সিঙ্গেল মাদার? নুসরাতের ছেলের জন্মসনদে থাকছে না বাবার নাম!

সিঙ্গেল মাদার? নুসরাতের ছেলের জন্মসনদে থাকছে না বাবার নাম!

SHARE

ছেলের জন্মসনদে শুধু মায়ের নাম রাখতে কী করণীয় তা জানতে কলকাতা পৌরসভায় হাজির টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। সঙ্গে ছিলেন তার ‘বিশেষ বন্ধু’ অভিনেতা যশ দাশগুপ্ত।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পৌরসভায় গিয়ে ছেলে ঈশানের জন্মসনদে শুধু মায়ের নাম রাখার আগ্রহ জানিয়েছেন নুসরাত।

ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নিয়ম মেনে যে কোনো ‘সিঙ্গেল মাদার’ তার নিজের পরিচয়ে সন্তানের জন্মসনদ বের করতে পারেন। পৌরসভার কর্মকর্তারা সে কথাই নাকি জানিয়েছেন নুসরাতকে।

সেই সঙ্গে পৌরসভায় নুসরাত ও যশ দুজনই করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ নেন।

গত ২৬ আগস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। ছেলের রাখেন ঈশান। নুসরাতের মাতৃত্বকালীন পুরো সময়ে পাশে ছিলেন তার বিশেষ বন্ধু যশ। ছেলের জন্মসনদের খোঁজ নিতে যাওয়ার দিনও সঙ্গী হয়েছেন তিনি।

এখনও সন্তানের বাবার নাম সরাসরি মুখে প্রকাশ করেননি নুসরাত। গত বুধবার দক্ষিণ কলকাতার এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নুসরাত।

সেখানে সন্তানের বাবার প্রসঙ্গ আসতেই নুসরাত সাংবাদিকদের বলেন, ‘সন্তানের বাবাই জানে বাবা কে। এই মুহূর্তে আমরা অভিভাবকত্বকে উপভোগ করছি। আমি এবং যশ খুবই ভালো সময় কাটাচ্ছি।’