Home আন্তর্জাতিক কাবুল সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী

কাবুল সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী

SHARE

আফগানিস্তানের রাজধানী কাবুল সফরে গেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ বিন আবদেল রহমান আল থানি। তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে প্রথমবার সর্বোচ্চ পর্যায়ের কোনো বিদেশি কূটনীতিকের এটাই প্রথম সফর।

রবিবার সফরকালে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও জাতীয় পুনর্মিলন পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।

জানা গেছে, তালেবানের পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন তালেবানি কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আফগান জনগণকে সহায়তার জন্য কাতারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।