Home জাতীয় মোদির জন্মদিনে রেকর্ড দুই কোটি টিকা প্রয়োগ ভারতের

মোদির জন্মদিনে রেকর্ড দুই কোটি টিকা প্রয়োগ ভারতের

SHARE

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শুক্রবার দুই কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে, যা ভারতের সব সময়ের জন্য রেকর্ড। জন্মদিন উপলক্ষে আড়াই কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, শুক্রবার দুপুরের মধ্যেই এক কোটি টিকার লক্ষ্যমাত্রা পেরিয়ে যায়। এতে উৎসাহিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা টুইটে আরও বেশি টিকাকরণের আহ্বান জানান। বিকেল সাড়ে ৫টা নাগাদ দুই কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জিত হয়।

শুক্রবার ৭১ বছরে পা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।তার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ২০ দিন ধরে টানা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রেকর্ড টিকা দানের কর্মসূচি। শুরুতে একদিনে দুই কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।

শুক্রবার সকাল থেকেই টিকাকরণের ব্যাপারে ব্যাপক আগ্রহ লক্ষ করা যায়। দুপুরের মধ্যেই এক কোটি এবং বিকেল সাড়ে ৫টার মধ্যে দুই কোটির গণ্ডি পেরিয়ে যেতেই লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আড়াই কোটির। শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ পর্যন্ত কোউইন-এ পাওয়া তথ্য অনুযায়ী ২ কোটি ১৮ লাখ ১২ হাজার ৩০৩ জনকে টিকা দেওয়া হয়েছে।

ন্যাশনাল হেলথ অথরিটির প্রধান আর এস শর্মা টুইট করে জানান, শুক্রবার প্রতি মিনিটে ৪২ হাজার টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে ৭০০ টিকা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র : আনন্দবাজার, দ্য ওয়াল