Home খেলা বিসিবির নির্বাচনে যে খুশী দাঁড়াতে পারবে : পাপন

বিসিবির নির্বাচনে যে খুশী দাঁড়াতে পারবে : পাপন

SHARE

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপে অংশ নিতে আগামী ৩ অক্টোবর ওমান যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ওদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ড পরিচালক পর্ষদের নির্বাচনও দরোজায় কড়া নাড়ছে। তা নিয়ে জমজমাট ক্রিকেটাঙ্গ, সরব মিরপুরের বিসিবি অফিসও।

এদিকে আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে নিজের কোনও প্যানেল নেই বলে জানিয়েছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, এবারর নির্বাচনে যে খুশী দাঁড়াতে পারবে। নির্বাচন হবে। জিতে আসতে পারলে আসবে।

দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার নির্বাচনের ভোট হবে অক্টোবরের শুরুতেই। তার আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নিজেদের মেয়াদের শেষ সভায় বসেছিল বর্তমান পরিচালনা পর্ষদ। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

সেখানে তিনি বলেন, নতুন চিন্তা না আসলে সব আগের মতোই চলে। আমি মনে প্রাণে চাচ্ছি নতুনদের আসুক। এবারই প্রথম, আজকে আবারও জানিয়ে দিচ্ছি, আমার কোনও প্যানেল নেই। যে খুশী দাঁড়াতে পারবে। নির্বাচন হবে। জিতে আসতে পারলে আসবে।