Home খেলা মঁপিলিয়েরকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি

মঁপিলিয়েরকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি

SHARE

ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়রথ ছুটেছেই প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি)। শনিবার রাতে তারা ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে মঁপিলিয়েরকে। এই জয়ে চলতি মৌসুমে লিগের ৮ ম্যাচে মাঠে নেমে ৮টিতেই জিতলো তারা। পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে মার্সেই আছে দ্বিতীয় স্থানে। ৮ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে মঁপিলিয়ের আছে একাদশতম স্থানে।

ঘরের মাঠে গোলের দেখা পেতে বেশি সময় নেয়নি পিএসজি। ম্যাচের ১৪ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় তারা। এ সময় গোল করে পিএসজিকে এগিয়ে নেন তাদের সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গুয়েয়ি।

নেইমার বেশ প্রাণবন্ত ছিলেন এই ম্যাচে। সুযোগও পেয়েছিলেন প্রথমার্ধে বেশ ক’টি। তবে মঁপিলিয়ের গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ মিস করেন ব্রাজিলিয়ান এই তারকা।

তবে অ্যাঙ্গেল ডি মারিয়ার বদলি হিসেবে নামা জুলিয়ান ড্রাক্সলার ৮৮ মিনিটে গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন পিএসজির।

মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে পিএসজি।