Home জাতীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিবদের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিবদের শুভেচ্ছা

SHARE

মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ।

বাদ যাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তামিম-মাশরাফি-সাকিব-রিয়াদরা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি মোর্ত্তুজা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনার সুদক্ষ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে। আপনি দীর্ঘজীবী হোন।’

নিজের ভেরিফায়েড পেইজে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম লিখেছেন, ‘আপনার নেতৃত্ব, দূরদর্শিতা ও একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে, সবার মতো এটাও আমার বিশ্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা।’

শুভেচ্ছা জানিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা ও অকুতোভয় নেতৃত্ব অনুপ্রেরণা যোগায় আমাদের। দেশের সর্বোপরি উন্নয়নের চাকা সচল রাখায় আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।

শুভ জন্মদিন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা!’

জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক আরও বহুদূর। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’