Home জাতীয় অধ্যক্ষ নিয়োগে ঘুষ দিতে হয় ১৫ লাখ টাকা পর্যন্ত: টিআইবি

অধ্যক্ষ নিয়োগে ঘুষ দিতে হয় ১৫ লাখ টাকা পর্যন্ত: টিআইবি

SHARE

মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৩ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নিয়ম-বহির্ভূত অর্থ দিতে হয় বলে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এই অর্থ যায় স্থানীয় রাজনৈতিক নেতা বা গভর্নিং বডির সদস্যদের পকেটে।

আজ বুধবার ‘মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদনে নথিপত্র ভার্চুয়ালি প্রকাশ করে টিআইবি।

এতে আরও বলা হয়, এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত প্রতিষ্ঠানে যোগ দিতে নিয়ম-বহির্ভূতভাবে ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত দিতে হয়।

এছাড়াও গ্রন্থারিক নিয়োগে ২ থেকে ৩ লাখ, শিক্ষক এমপিওভুক্তিতে ৫০ হাজার থেকে ১ লাখ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নীরিক্ষায় ৫০ হাজার থেকে ৫ লাখ, পাঠদান অনুমোদনে ১ থেকে ৫ লাখ, স্বীকৃতি নবায়নে ৫ থেকে ৩০ হাজার ও শিক্ষক বদলিতে ১ থেকে ২ লাখ টাকা দিতে হয়। এই অর্থ নিয়ম-বহির্ভূতভাবে নিচ্ছেন এই সংশ্লিষ্ট কর্মকর্তারা।