Home খেলা পাকিস্তানের হেড কোচ সাকলাইন মুশতাক

পাকিস্তানের হেড কোচ সাকলাইন মুশতাক

SHARE

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। যিনি বর্তমানে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে আন্তর্জাতিক খেলোয়াড়দের ডেভেলপমেন্টের হেড হিসেবে কাজ করছেন।

পাকিস্তানের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেটপাকিস্তানডটকমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার আনুষ্ঠানিক অনুমতি নেওয়ার পর হেড কোচ হিসেবে সাকলাইন মুশতাকের নাম ঘোষণা করা হবে।

সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া সিরিজটিতেও হেড কোচ হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল সাকলাইনের। কিন্তু খেলাই স্থগিত হয়ে যাওয়ায় তা হয়নি।

এদিকে সাবেক হেড কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের পদত্যাগের পর ম্যাথু হেইডেনকে ব্যাটিং পরামর্শক ও ভারনন ফিল্যান্ডারকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান।

আগামী ৬ অক্টোবর লাহোরে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ফিল্যান্ডার। আর বর্তমানে আইপিএলে এনালিস্ট হিসেবে কর্মরত হেইডেন সরাসরি দুবাইয়ে যোগ দেবেন দলের সঙ্গে।