Home বিনোদন ৪ বছর ধরে মাদক নেন আরিয়ান খান

৪ বছর ধরে মাদক নেন আরিয়ান খান

SHARE

চার বছর করে মাদক নেন আরিয়ান খান, এনবিসির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। যুক্তরাজ্য এবং দুবাইতে থাকাকালীন সময়েও মাদক সেবন করেছেন শাহরুখ পুত্র।

রবিবার জিজ্ঞাসাবাদের সময় আরিয়ান মাদক নেয়ার কথা শিকার করেছেন এবং অনুতপ্ত হয়ে কেঁদেছেন, জানিয়েছে এনবিসির সূত্র।

শনিবার মাঝরাতে ক্রুজ পার্টি থেকে আটক করা হয়েছে আরিয়ান খান সহ ৭ জনকে। রবিবার সারাদিন জেরার পর দুপুরের দিকে তাদের নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়।

আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে আদালতের কাছে জানান, আরিয়ানকে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার কাছে কোনও বোর্ডিং পাস ছিল না। আরিয়ানের কাছ থেকে কোনও ধরনের মাদকও উদ্ধার করা যায়নি। শুধুমাত্র চ্যাটের ওপর ভিত্তি করে তাকে গ্রেফতার করা হয়েছে।

সতীশ মানেশিন্ডের মতে আরিয়ানের অপরাধগুলো জামিনযোগ্য। আজ আদালতে আরিয়ানের জামিনের আবেদন করবেন মানশিন্ডে।