Home জাতীয় শরণার্থীরা যেন জন্ম নিবন্ধন করতে না পারে: তাজুল ইসলাম

শরণার্থীরা যেন জন্ম নিবন্ধন করতে না পারে: তাজুল ইসলাম

65
0
SHARE

শরণার্থীরা কোনোভাবেই যাতে জন্ম নিবন্ধন করতে না পারে সে বিষয়ে মাঠ পর্যায়ের সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য-প্রকৌশল অধিদফতরে ‘জন্ম-মৃত্যু নিবন্ধন’ দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জন্ম- মৃত্যু নিবন্ধনের জন্য রেজিস্টার জেনারেলের অফিস কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। ব্যবহার করতে হবে ভালো মানের সফটওয়্যার।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, কাউন্সিলরদের হাতে জন্ম ও মৃত্যু সনদ প্রদানের ক্ষমতা দিতে হবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।