Home বিনোদন বাজে কিছু ছড়ালে বিভ্রান্ত হবেন না: চাঁদনী

বাজে কিছু ছড়ালে বিভ্রান্ত হবেন না: চাঁদনী

76
0
SHARE

দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। সাইবার ক্রাইমের শিকার হয়েছেন তিনি। নিজের ফেসবুক এবং জি-মেইল অ্যাকাউন্ট হারিয়ে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে চাঁদনী গণমাধ্যমকে বলেন, ‘সরল বিশ্বাস করে ঠকেছি। পরিচিত কোরিওগ্রাফার এক ছোট ভাই আমার ফেসবুক আইডি ভেরিফাই করার জন্য নেয়। তার কয়েকদিন পর আইডি ফেরত দিলেও আইডিতে প্রবেশের জন্য একটি সিক্রেট কোড চায়। আমি বারবার কোড চাইলেও কোডটি দেওয়া হচ্ছে না। কোড চাইলে একেক সময় একেক কথা বলে। এর জন্য আমার থেকে বিকাশে টাকাও নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই আইডিতে আমার প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট রয়েছে। আইডি ফেরত চাইলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। শুনেছি ওই ছেলের নামে সাইবার ক্রাইমে বেশকিছু অভিযোগ রয়েছে। এমন অবস্থায় আইডি ফেরত পেতে আইনি সহায়তা চাই।’

জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর থেকে নিজের ফেসবুক আইডি ও জিমেইল নিয়ন্ত্রণে নেই চাঁদনীর। আইডি উদ্ধারের জন্য চলতি বছরের ২৫ জানুয়ারি রাজধানীর ভাটারা থানায় জিডি করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি সাইবার ক্রাইমে বিষয়টি অবগত করেছেন।

চাঁদনীর ভাষ্য, ‘গত বছরের ১২ নভেম্বর থেকে আমার ফেসবুক আইডি ও জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারছি না। আইডি ফেরত পেতে গত ২৫ জানুয়ারি ভাটারা থানায় জিডি করেছি। সেই সঙ্গে সাইবার ক্রাইমে বিষয়টি অবগত করেছি। এখনও তারা কোনো কিছু আমাকে জানায়নি। আইডি থেকে বাজে কোনো কিছু ছড়ালে কেউ বিভ্রান্ত হবেন না। আমি চেষ্টা করছি, এটা দ্রুত উদ্ধারের।’

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘অসমাপ্ত চা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন চাঁদনী। খুব শীঘ্রই এটি মুক্তি পাবে বলে জানান তিনি। এছাড়াও অসংখ্য একক, ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। ১৯৯৪ সালে ‘দুখাই’র মাধ্যমে তার সিনেমায় অভিষেক হয়। তার অভিনীত সিনেমার মধ্যে আরও রয়েছে ‘লালসালু’ ও ‘জয়যাত্রা’। ২০১২ সালে ব্রুনাইয়ের ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্রুনাই দারুস্সালামে বাংলাদেশি নৃত্যশিল্পী হিসেবে অংশ নিয়েছিলেন চাঁদনী।