Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৩

SHARE

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (১০ অক্টোবর) সকাল ছয়টা থেকে সোমবার (১১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান।

তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ৮৬ পিস ইয়াবা, ২২ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ৮২ গ্রাম ৩৭৫ পুরিয়া হেরোইন ও ১১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।