Home খেলা রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের বিশাল জয়

রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের বিশাল জয়

SHARE

ইউরোপের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মঙ্গলবার রাতে লুক্সেমবার্গের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। এই ম্যাচে লুক্সেমবার্গকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দল।

ম্যাচে হ্যাটট্রিক করেছের পর্তুগিজ মহাতারকা রোনালদো। এছাড়া একটি করে গোল করেছেন জোয়াও পালিনহা এবং ব্রুনো ফার্নান্দেস।

রোনালদো এবং পর্তুগালের প্রথম দুটি গোলই আসে পেনাল্টি থেকে। ম্যাচের ৬ষ্ঠ ও ত্রয়োদশতম মিনিটে করা রোনালদোর দুটি গোলই আসে পেনাল্টি থেকে।

১৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেস গোল করে লিড আরও বাড়ান।

বড় লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল। বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে ব্যবধান ৪-০ করেন পালিনহা।

এরপর ম্যাচের ৮৭তম মিনিটে হেডে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।

আন্তর্জাজিক ফুটবলে এটি রোনালদোর দশম হ্যাটট্রিক, আর সব মিলিয়ে ৫৮তম।