Home জাতীয় প্রায় ১১ ঘণ্টা পর দেশের মোবাইল ইন্টারনেট সেবা চালু

প্রায় ১১ ঘণ্টা পর দেশের মোবাইল ইন্টারনেট সেবা চালু

63
0
SHARE

প্রায় ১১ ঘণ্টা পর সচল হতে শুরু করেছে মোবাইলের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা। শুক্রবার বিকাল ৪টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সচল হতে শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট।

এর আগে শুক্রবার ভোর ৫টা থেকে রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছিল না।

বিটিআরসি জানায়, কারিগরি ত্রুটির কারণে সারা দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ ছিল।

প্রসঙ্গত, ইন্টারনেট সেবা বন্ধ করা জেলাগুলো হলো – কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর। এরমধ্যে কুমিল্লা জেলায় প্রথম ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর ধাপে ধাপে বাকি জেলাগুলোতেও এই সেবা বন্ধ রাখা হয়।

অপারেটর সূত্র জানায়, বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়।