Home খেলা দুটো হার হৃদয় ভেঙে চুরমার করেছে : মাশরাফি

দুটো হার হৃদয় ভেঙে চুরমার করেছে : মাশরাফি

SHARE

কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আরেকটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙে চুরমার করেছে।

এ লাল সবুজ তো আমরা চাইনি। কতো কতো সপ্ন, কতো কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।’

এভাবে কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। আজ সোমবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব লিখেছেন তিনি।

এই দুই হার লিখে মাশরাফি বুঝাতে চেয়েছেন গতকাল মরুর বুকে বাংলাদেশ ক্রিকেট দল যখন স্কটল্যান্ডের কাছে হারে আর একই দিনে দেশের একাংশে রংপুরের পীরগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘরে আগুনের ঘটনা। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অন্তত ২০টি বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হয়। এমন ঘটনায় পুরো বাংলাদেশের সাথে হতবাক মাশরাফিও।