Home খেলা বিশ্বকাপের রেকর্ড গড়লেন সাকিব

বিশ্বকাপের রেকর্ড গড়লেন সাকিব

SHARE

বিশ্বকাপ শুরুর আগে বেশ কিছু রেকর্ড হাতছানি দিয়ে ডাকছিল সাকিবকে। প্রথম ম্যাচেই লাসিথ মালিঙ্গাকে ছুঁয়ে বনে গিয়েছিলেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারী। এবার শহিদ আফ্রিদির বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটাও নিজের করে নিলেন সময়ের সেরা এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন চিরচেনা সেই সাকিব আল হাসানকেই দেখছে পুরো ক্রিকেট বিশ্ব। ওমানে অনুষ্ঠিত প্রথম পর্বে নিজের নামের প্রতি সুবিচার করে যাচ্ছেন দেশসেরা অলরাউন্ডার। বিশ্বকাপের এই আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন। পাপুয়া নিউ গিনির বিপক্ষে আজ ৯রানে ৪ টি উইকেট নিয়ে চলতি বিশ্বকাপের শীর্ষ উইকেট শিকারি তো হলেনই, বনে গেলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীও।