আইপিএলে নতুন দল কিনতে আগ্রহী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। একটি সংস্থার সঙ্গে যৌথভাবে আইপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজির বিডে আগ্রহী এ তারকা দম্পতি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আইপিএলে এবার দলের সংখ্যা বাড়ানো হচ্ছে। আট দলের বদলে ১০ দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে রয়েছে। এরমধ্যে রণবীর-দীপিকার দল কেনার জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে।
এদিকে, আইপিএলের নতুন দুটি দল কোন কোন শহর থেকে হবে, তা নিয়েও চলছে জল্পনা। আহমেদাবাদ এবং লখনৌ অন্যদের থেকে এখন এগিয়ে রয়েছে। তবে লড়াইয়ে আরও বেশ কয়েকটি শহরও রয়েছে।
জানা গেছে, দুটি নতুন দল কেনার জন্য আগামী ২৫ অক্টোবর বিডিং হবে। বিডে সর্বোচ্চ দুই দরদাতা নতুন দলের মালিকানা পাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই নতুন দলের মালিক হওয়ার জন্য দরপত্র চেয়েছে। এ পর্যন্ত ২০টি দরপত্র জমা পড়েছে। তাতে দীপিকা-রণবীরের দরপত্রও রয়েছে।
দরপত্রের দাম রাখা হয়েছে কর ছাড়া এক কোটি ১০ লাখ টাকা। আগ্রহীদের প্রথমে ৫ অক্টোবরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছিল। পরে সময়সীমা বাড়িয়ে ২০ অক্টোবর করা হয়।