Home জাতীয় রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

SHARE

রাজধানীর বনানী, তেজগাঁও ও কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম মনসুর হেলাল। অপর দুইজনের পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা রেলওয়ে থানার ওসি মাজহারুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে তেজগাঁওয়ের রেলস্টেশনের অদুরে একটি ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী একজন নিহত হয়েছেন। একই রাতে বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় ৪০ বছর বয়সী আরেক ব্যক্তি নিহত হন।

এছাড়া এদিন (বৃহস্পতিবার) দুপুরে কাওরান বাজার কাটপট্টি সংলগ্ন রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মনসুর হেলাল নামে এক ব্যক্তি নিহত হন। তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।